প্রতি বছরের মত এবছর ও আয়োজিত হতে চলেছে প্রয়াস মেধা অনুসন্ধান পরীক্ষা ২০২৩
১. পরীক্ষা গ্রহণের তারিখ- ১৭/০৯/২০২৩ পরীক্ষা গ্রহণের সময় অ্যাডমিট কার্ডে উল্লেখ করা
থাকবে। পরীক্ষার কেন্দ্র- ছাত্র ছাত্রীদের নিজ বিদ্যালয়ের নিকটবর্তী কোন স্কুল, কলেজ
বা অনন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান। পরীক্ষার ফি ১০০ টাকা।
২. ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ- ১৭/০৮/২০২৩
৩. ফলাফল প্রকাশিত হবে- ১৭/১১/২০২৩
৪. পুরস্কার ও সম্মাননা প্রদান– ডিসেম্বর,২০২৩
৫. সিলেবাস, মডেল প্রশ্নপত্র ,মডেল উত্তরপত্র, রেজাল্ট
সহ যেকোন নোটিস এর আপডেট পেতে নজর রাখুন আমাদের
Website- www.proyas.in (বিস্তারিত জানতে স্ক্যান করুন উপরে
দেওয়া QR কোডে)
৬. প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত সরকারি ও বেসরকারি
প্রত্যেক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এই পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবে।
৭. প্রত্যেক শ্রেণীর মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে
(অঙ্ক-৪৫%, বিজ্ঞান-৪৫% ও সাধারন জ্ঞান থেকে-১০% প্রশ্ন হবে )। প্রত্যেক প্রশ্নের চারটি
বিকল্প উত্তর দেওয়া থাকবে সঠিক টি চিহ্নিত করতে হবে। প্রশ্ন হবে নিজ শ্রেণীর পাঠ্য
সূচি অনুযায়ী, তবে পাঠ্য সূচির বাইরে ও কিছু প্রশ্ন থাকতে পারে।
৮. পরীক্ষার প্রশ্ন হবে শুধু মাত্র বাংলা মাধ্যমে।
৯. OMR Sheet এ উত্তর করতে হবে। উত্তর পত্রে পেন্সিল
অথবা কালো বা নীল কালির ডট পেন- যে কোনে একটি ব্যবহার করতে হবে, উত্তর পত্রে নিজের
নাম, অ্যাডমিট কার্ডে দেওয়া রোল নম্বর সঠিক ভাবে লিখতে হবে।
১০. পরীক্ষার দিন থেকে ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ
করা হবে। নিজ নিজ বিদ্যালয় থেকে ছাত্র- ছাত্রী রা ফল জানতে পারবে।ফলাফল আমাদের ওয়েবসাইটে(www.proyas.in)
ও প্রকাশিত হবে।
১১. পুরস্কার ও সম্মান - অংশগ্রহণকারী সকল ছাত্র ছাত্রীকে সার্টিফিকেট দেওয়া হবে। ৬০ শতাংশ বা তার বেশী নম্বর প্রাপক সকলকে শংসাপত্র ও পুরস্কার দেওয়া হবে। প্রত্যেক শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধীকারী কে বিশেষ পুরস্কার ও বৃত্তি প্রদান করা হবে।
প্রয়াস এর সাথে কীভাবে যোগাযোগ করা যাবে
আমরা প্রয়াসের কর্মকাণ্ডের সাথে যুক্ত সকল সদস্য
একসাথে “টীম প্রয়াস’ হিসেবে গর্বিত। আমাদের সাথে যোগাযোগের নানান মাধ্যম আছে। আপনার
সুবিধা মত নিঃসঙ্কোচে যোগাযোগ করতে পারেন।
Website www.proyas.in
Email proyaseducare.foundation@gmail.com
Whatsapp - 8158925832
Telegram - 8158925832
Follow our Facebook page - www.facebook.com/TEAM PROYAS
Call: Office - 8158925832
1 Comments
I am interested pts exam
ReplyDeleteThank You For Contacting with us