প্রয়াস স্টেট লেভেল ট্যালেন্ট সার্চ এক্সাম ২০২৫ বিস্তারিত বিবরণ

প্রয়াস স্টেট লেভেল ট্যালেন্ট সার্চ এক্সাম ২০২৫ বিস্তারিত বিবরণ

 PROYAS STATE LEVEL TALENT SEARCH EXAM-2025 * বিস্তারিত বিবরণ 

MCQ Type Question অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া থাকবে। সঠিকটি চিহ্নিত করতে হবে। 
OMR উত্তর পত্রে উত্তর করতে হবে।

PROYAS STATE LEVEL TALENT SEARCH EXAM-2025 * বিস্তারিত বিবরণ 

বিদ্যালয়ের প্রথাগত শিক্ষার বাইরে ভবিষ্যতে শিক্ষার্থীকে প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী করে গড়ে তুলতে ২০১৬ সাল থেকে প্রয়াস এর পক্ষ থেকে প্রতি বছর এই মেধা অনুসন্ধান পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে। এই পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে MCQ Type Question, OMR Answer sheet এর সাথে পরিচয় ঘটে। বাইরের সেন্টারে গিয়ে পরীক্ষা দেওয়ার ভীতি দূর হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের উদ্যোগে গৃহীত বিভিন্ন বৃত্তি মুলক পরীক্ষায় ( যেমন- NMMSE, VSO,JBNTS NTSE, KVPY ইত্যাদি) সাফল্য অর্জনের পথে শিক্ষার্থী অনেকটাই এগিয়ে থাকে।

Every student has unique strengths and challenges The existing school curriculum and the examination system are unable to identify and motivate the talented students. It is there- fore, as a social binding, the PROYAS  has been undertaking the search of talented students through PROYAS STATE LEVEL TALENT SEARCH EXAM since 2016.

পরীক্ষার নাম- প্রয়াস স্টেট লেভেল ট্যালেন্ট সার্চ এক্সাম- ২০২৫

আয়োজক সংস্থা- প্রয়াস। “প্রয়াস”  ভারত সরকার এবং পশ্চিম বঙ্গ রাজ্য সরকার দ্বারা স্বীকৃত একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা (ISO 9001:2015 Certified )। 2016 সাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রসার ও সামাজিক কর্মকাণ্ডে এই সংস্থা অত্যন্ত সুনামের সাথে কাজ করে চলেছে। প্রয়াস এর শিক্ষামূলক উদ্যোগ গুলির মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হল PROYAS STATE LEVEL TALENT SEARCH EXAM.।



পরীক্ষা গ্রহনের তারিখ- ১৪ সেপ্টেম্বর,২০২৫  রবিবার।

আবেদনের শেষ তারিখ: ১৪ আগস্ট, ২০২৫

পরীক্ষার ধরন: বহুনির্বাচনী প্রশ্ন (MCQ), অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া থাকবে। সঠিকটি চিহ্নিত করতে হবে।

পরীক্ষার সময়- দুপুর ১২ টা থেকে বেলা ২টো

উত্তর পত্র- OMR উত্তর পত্রে উত্তর করতে হবে। কেউ  OMR ব্যবহারে অভ্যস্ত না হলে বিকল্প উত্তর পত্র OMR এর পিছনে দেওয়া থাকবে। পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পর শুধুমাত্র উত্তর পত্র জমা দেবে। প্রশ্নপত্র বাড়ি নিয়ে যাবে।

 

সিলেবাস (নিজ শ্রেণির পাঠ্যসূচি অনুযায়ী প্রশ্ন হবে তবে সিলেবাসের বাইরে থেকেও কিছু প্রশ্ন আসতে পারে ) :

বিজ্ঞান: ২০টি প্রশ্ন * গণিত: ২০টি প্রশ্ন  *  বাংলা: ২০টি প্রশ্ন  *  ইংরেজি: ২০টি প্রশ্ন  * 

সাধারণ জ্ঞান ও যুক্তিপ্রয়োগ: ২০টি প্রশ্ন


মার্কিং পদ্ধতি:প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বরভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না

যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া:

  • প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে
  • আবেদনপত্র পূরণ করে প্রবেশ ফি ১০০ টাকা সহ ১৪ আগস্ট, ২০২৫-এর মধ্যে জমা দিতে হবে

 

কো-অর্ডিনেটর রেজিস্ট্রেশন- আপনি কোন সেন্টারের কো-অর্ডিনেটর হতে চাইলে প্রথমে আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে অফলাইন, অনলাইন দুভাবেই ফর্ম ফিলাপ করা যাবে। আয়োজক সংস্থা আপনার আবেদনে সন্তুষ্ট হলে আপনাকে একটি অথোরাইজেশন লেটার দেবে। আপনি যে যে স্কুলে বা এলাকার ছাত্রদের রেজিস্ট্রেশন করাতে ইচ্ছুক তা জানালে আয়োজক সংস্থা সেই এলাকায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরীক্ষার বিজ্ঞপ্তি ছড়িয়ে দেবে যাতে পরীক্ষার্থীরা সহজেই এবিষয়ে জানতে পারে।

স্টুডেন্ট রেজিস্ট্রেশন- পরীক্ষায় বসতে আগ্রহী ছাত্র ছাত্রীরা নিজ নিজ স্কুল থেকে রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহ করে তা ফিলাপ করে সেখানেই জমা দেবে।ফর্মের তিনটি অংশ থাকবে। উপরের অংশটি (Receipt) ছাত্রের কাছে থাকবে। Admit এর অংশটি আপনার কাছে এবং রেজিস্ট্রেশন পার্ট টি হেড অফিসে পাঠাতে হবে।  আপনি সমস্ত ফর্ম স্কুল থেকে সংগ্রহ করে আমাদের ওয়েব সাইটে তা নথীভুক্ত করে দেবেন। নিজে না করতে পারলে হেড অফিসে পাঠিয়ে দেবেন। সেখান থেকে ওয়েবসাইটে ফর্ম অনুযায়ী নাম নথিভুক্ত করে দেওয়া হবে। নথিভুক্ত হওয়ার সাথে সাথে ছাত্রের কাছে তার রেজিস্ট্রেশন নম্বর সহ মেসেজ যাবে। এতে সেই ছাত্র নিশ্চিত হতে পারবে যে তার ফর্মটি সফল ভাবে এন্ট্রি হয়েছে। ফর্ম স্কুলে দেওয়ার আগে ফর্মের নির্দিষ্ট জায়গায় আপনার নাম/ দোকানের নাম/ ফোন নম্বর সহ একটি স্ট্যাম্প অবশ্যই দিয়ে দেবেন।

অ্যাডমিট কার্ড- ওয়েবসাইটে নাম নথিভুক্তির পর ছাত্রদের Admit Card তৈরি হয়ে যাবে। ছাত্ররা বাড়িতে বসে নিজের মোবাইল, কম্পিউটার থেকে তা ডাউনলোড করে নিতে পারবে। ফর্মের সাথে থাকা Admit Card এর অংশটিতে তার নির্দিষ্ট রোল/ রেজিস্ট্রেশন লিখে সেটা ছাত্রদের দিয়ে দেবেন। আপনি চাইলে ওয়েবসাইট থেকে সবার Admit Card ডাউনলোড করে প্রিন্ট ও করে নিতে পারবেন।

পরীক্ষা গ্রহণ- পরীক্ষার নির্ধারিত দিনের আগে আপনার কাছে সিল করা প্যাকেটে প্রশ্ন পত্র এবং উত্তরপত্র পৌঁছে যাবে। পরীক্ষার দিন প্যাকেট কেটে ব্যবহার করবেন। Attendance Sheet ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। অসুবিধা হলে হেড অফিসে জানালে আপনাকে pdf পাঠিয়ে দেবে। পরীক্ষা শেষে উত্তরপত্র গুলি সংগ্রহ করে নির্দেশ মত তা যথা স্থানে নির্দিষ্ট সময়ে পৌঁছে দেবেন।

ফল প্রকাশ- পরীক্ষার দুমাসের মধ্যে ফল প্রকাশিত হবে। আপনার সেন্টারের ফলাফল pdf আকারে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। ছাত্ররা বাড়িতে বসেই নিজের মোবাইল, কম্পিউটার থেকে নিজের রেজাল্ট দেখে নিতে পারবে।

পুরস্কার- রাজ্যস্তরে-

রাজ্যস্তরে প্রতিটি শ্রেণির সর্বোচ্চ নম্বর প্রাপক-  এককালীন ৩০০১ টাকা স্কলারশিপ, রাজ্য শিক্ষার্থী রত্ন স্মারক, পুরস্কার ও সার্টিফিকেট।

রাজ্যস্তরে প্রতিটি শ্রেণির দ্বিতীয় স্থানাধিকারি - এককালীন ২০০১ টাকা স্কলারশিপ, রাজ্য শিক্ষার্থী রত্ন স্মারক, পুরস্কার ও সার্টিফিকেট।

রাজ্যস্তরে প্রতিটি শ্রেণির তৃতীয় স্থানাধিকারি- এককালীন ১০০১ টাকা স্কলারশিপ, রাজ্য শিক্ষার্থী রত্ন স্মারক, পুরস্কার ও সার্টিফিকেট।

জেলাস্তরে- 

প্রতিটি জেলার সর্বোচ্চ নম্বর প্রাপক -  জেলা শিক্ষার্থী রত্ন স্মারক, পুরস্কার (৫০০ টাকা মূল্যের) ও সার্টিফিকেট।

প্রতিটি সেন্টারে

৯০% - ১০০% নম্বর প্রাপক(Grade- AA) বিশেষ পুরস্কার (২০০ টাকা মুল্যের) ও শংসাপত্র

৮০% - ৮৯% নম্বর প্রাপক(Grade-A+)  পুরস্কার (১৫০ টাকা মুল্যের) ও শংসাপত্র

৭০% - ৭৯% নম্বর প্রাপক(Grade-A)  পুরস্কার (১২০ টাকা মুল্যের) ও শংসাপত্র

৬০ % - ৬৯ % নম্বর প্রাপক(Grade-B+)  পুরস্কার(১০০ টাকা মুল্যের)  ও শংসাপত্র

৫০ % - ৫৯% নম্বর প্রাপ(Grade-B)  পুরস্কার(৭০ টাকা মুল্যের) ও শংসাপত্র

৪০ % - ৪৯ % নম্বর প্রাপক(Grade-C)  পুরস্কার ( ৫০ টাকা মুল্যের) ও শংসাপত্র

বিশেষ ভাবে মনে রাখবেন- হেড অফিসের সাথে যোগাযোগ এর জন্য ফোন এর পরিবর্তে whatsapp মেসেজ ব্যবহার করুন। মেসেজের শুরুতে অবশ্যই নিজের সেন্টার কোড উল্লেখ করবেন।

·        কোন ছাত্রের বিষয়ে কিছু জানানোর থাকলে তার রোল/ রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই আগে উল্লেখ করবেন।

·        ফর্ম স্কুলে দেওয়ার আগে ফর্মের নির্দিষ্ট জায়গায় আপনার নাম/ দোকানের নাম/ ফোন নম্বর সহ একটি স্ট্যাম্প অবশ্যই দিয়ে দেবেন।

Contact-

City Office

67 Gurudas Dutta Garden Lane

Kolkata-67

Email- proyaseducation.foundation@gmail.com

Website- www.proyas.in/ www.proyastalentsearch.org/

Whatsapp- 9474628565

প্রয়াস মেধা গাইডবুক- প্রথম থেকে দশম শ্রেণির জন্য

A Quality Guide Book for all Talent Search Examination

By A Group Of Expert

 

Post a Comment

0 Comments