প্রয়াস স্টেট লেভেল ট্যালেন্ট সার্চ পরীক্ষা ২০২৫
প্রয়াস এডুকেশন এন্ড রিসার্চ ফাউন্ডেশন (“প্রয়াস”) ভারত সরকার এবং পশ্চিম বঙ্গ রাজ্য সরকার দ্বারা
স্বীকৃত একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা (ISO 9001:2015 Certified )। 2016 সাল থেকে
পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রসার ও সামাজিক কর্মকাণ্ডে এই সংস্থা অত্যন্ত
সুনামের সাথে কাজ করে চলেছে। প্রয়াস এর শিক্ষামূলক উদ্যোগ গুলির মধ্যে একটি অন্যতম
গুরুত্বপূর্ণ উদ্যোগ হল PROYAS STATE LEVEL TALENT SEARCH EXAM.। প্রতি বছর সেপ্টেম্বর
মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। নভেম্বরে ফল প্রকাশ এবং ডিসেম্বর মাসে সফল ছাত্রছাত্রীদের
পুরস্কার ও সম্মান প্রদান করা হয়।
বর্তমান
সময়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রথাগত
শিক্ষার পাশাপাশি ভবিষ্যতের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করা অত্যন্ত
গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যকে সামনে রেখে প্রয়াস উদ্যোগ গ্রহণ করেছে "State
Level Talent Search" কর্মসূচির, যা ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে বলে আমরা মনে করি।
পরীক্ষার বিবরণ:
- পরীক্ষার
তারিখ: ১৪ সেপ্টেম্বর, ২০২৫
- সময়:
দুপুর ১২টা –
২টা
- আবেদনের
শেষ তারিখ: ১৪ আগস্ট, ২০২৫
- পরীক্ষার
ধরন: বহুনির্বাচনী প্রশ্ন (MCQ),
উত্তর দিতে হবে
OMR
উত্তরপত্রে। যারা OMR ব্যবহারে অভ্যস্ত নয় তাদের জন্য বিকল্প উত্তর
পত্রের ব্যবস্থা থাকবে।
পরীক্ষার কাঠামো:
- বিষয়সমূহ:
- বিজ্ঞান: ২০টি প্রশ্ন
- গণিত: ২০টি প্রশ্ন
- বাংলা: ২০টি প্রশ্ন
- ইংরেজি: ২০টি প্রশ্ন
- সাধারণ জ্ঞান ও যুক্তিপ্রয়োগ:
২০টি প্রশ্ন
- মার্কিং
পদ্ধতি:
- প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর
- ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না
যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া:
- প্রথম
শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
- আবেদনপত্র
পূরণ করে প্রবেশ ফি ১০০ টাকা
সহ
১৪ আগস্ট,
২০২৫-এর মধ্যে
জমা দিতে হবে।
0 Comments
Thank You For Contacting with us