SCHOLARSHIP NEWS

SCHOLARSHIP NEWS


প্রয়াস এডুকেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রতি বছর ছাত্র ছাত্রী দের কিছু স্কলারশিপ বা বৃত্তি প্রদান করা হয়। 
১। অমৃতা ঘোষ মেমোরিয়াল স্কলারশিপ।
২। রবি মিত্র- অসিমা মিত্র মেমোরিয়াল স্কলারশিপ।
৩। আবির মেমোরিয়াল স্কলারশিপ
৪। প্রয়াস মেধাদীপ্ত স্কলারশিপ।  
আপনিও আপনার প্রিয়জনের স্মৃতিতে অভাবী মেধাবী ছাত্র ছাত্রদের পাশে সাহায্যের হাত বারিয়ে দিতে চাইলে যোগাযোগ করুন -8158925832 এই নম্বরে। 

অভাবী মেধাবীদের জন্য স্কলারশিপ

অর্থের অভাবে কোন মেধা যাতে শেষ না হয়ে যায় সেজন্য মেধাবী অথচ অর্থের অভাবে পড়াশুনা করতে পারছেনা এমন ছাত্র ছাত্রীদের বছরের বিভিন্ন সময় সাধ্যমত স্কলারশিপ প্রদান করা হয়। বহু মানুষ তাদের প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে প্রয়াসের মাধ্যমে এই স্কলারশিপ প্রদান করে থাকেন। আপনার আশেপাশে এমন যদি কেউ থাকে যে সত্যিই মেধাবী অথচ অর্থের অভাবে ঠিকমত পড়াশুনা করতে পারছে না তাহলে আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারেন।

মূলত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের ছাত্র ছাত্রীদের জন্যই এই স্কলারশিপ গুলি সীমাবদ্ধ।

আপনিও চাইলে আপনার কোন প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে কোন একটি স্কলারশিপ দিতে পারেন।ইচ্ছুক হলে আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারেন। স্কলারশিপের পরিমান সর্বনিম্ন জন প্রতি ২হাজার টাকা প্রতি বছর।

 

যোগাযোগ-

Whatsapp- 8158925832

Email- proyaseducare.foundation@gmail.com

Website- www.proyas.in

Post a Comment

0 Comments