Proyas Book Bank for poor but meritorious students
প্রয়াস বুক ব্যাঙ্ক
প্রয়াস এর উদ্যোগে ২০১৬ সাল থেকে ধীরে ধীরে একটি বুক ব্যাঙ্ক গড়ে তোলা হয়েছে।
যারা অর্থের অভাবে নিজের কোর্সের প্রয়োজনীয় বই (পাঠ্য ও সহায়ক বই) কিনতে পারেনা তাদের
কথা ভেবেই এই বুকব্যঙ্কের ব্যবস্থা।
কীভাবে বই সংগ্রহ করা যাবে?
প্রয়াসের অফিসে গিয়ে নিজের ডিটেলস জানিয়ে একবছরের জন্য প্রয়োজনীয় সব বই সংগ্রহ
করে নিতে পারবে। অফিসে আসার আগে নিজের স্কুলের স্যার/ ম্যাডাম বা প্রয়াসের কোন মেম্বার
এর কাছ থেকে রেকমেন্ডেশন নিতে হবে যাতে বোঝা যায় যে বই সংগ্রহ করছে তার সত্যিই প্রয়োজন
আছে।
বুকব্যাঙ্ক থেকে বই নিতে কি কোন টাকা লাগে?
না, এখান থেকে বই সম্পূর্ণ বিনামূল্যে
দেওয়া হয়।
বইগুলো কি একেবারে দিয়ে দেওয়া হয় না ফেরত দিতে হয়?
প্রয়াসের বুকব্যাঙ্ক থেকে সংগৃহীত বই কোর্স শেষে ফেরত দিতে হয়। যাতে ওই বই গুলি
অনন্য যাদের প্রয়োজন তারা পেতে পারে। বই ফেরত দিয়ে আবার পরের ক্লাসের প্রয়োজনীয় বই
দিয়ে দেওয়া হয়।
বুকব্যাঙ্কের বই কোথা থেকে আসে?
অনেকে যাদের কোর্স শেষ হয়ে যাচ্ছে তারা নিজেদের কেনা বই বুকব্যাঙ্কে দান করে।
অনেকে নতুন বই কিনে দেন। অনেকে বই কেনার জন্য অর্থ প্রয়াসের একাউন্টে পাঠিয়ে দেন।
যোগাযোগ-
Whatsapp- 8158925832
Email- proyaseducare.foundation@gmail.com
Website- www.proyas.in
0 Comments
Thank You For Contacting with us