PROYAS ANIMAL CARE

PROYAS ANIMAL CARE

 PROYAS ANIMAL CARE

প্রাণী কল্যান

যাদের কথা বলার ক্ষমতা নেই অর্থাৎ যাদের ভাষা মানুষ বুঝতে পারেনা সেই সমস্ত অবলা প্রাণীদের জন্য প্রয়াস তার সাধ্যমত সেবা করার চেষ্টা করে। তাদের খাবার সরবরাহ, ওষুধ দেওয়া, এক্সিডেন্ট বা কোন রোগে আক্রান্ত হলে বিশেষ চিকিৎসার বন্দবস্ত করা এই সমস্ত কাজ গুলি যত্নের সাথে আন্তরিকভাবে সাধ্যমত করার চেষ্টা করা হয়। 

এছাড়া বয়স্ক ব্যক্তিদের সহায়তা প্রদান, নারী ক্ষমতায়ন, আদিবাসী, সংখ্যালঘুদের সহায়তা ও সুরক্ষা প্রদান, গ্রামীণ মানুষদের মানোন্নয়ন প্রভৃতি বিষয়ে প্রয়াস সাধ্যমত কাজ করে থাকে।

আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। সরাসরি যুক্ত হতে পারেন আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীতে। সদস্য হওয়ার একটিই যোগ্যতার মানব কল্যানে নিজেকে নিয়োজিত করার অদম্য ইচ্ছাশক্তি।

বস্ত্র প্রদান

দুর্গাপুজা , ঈদ প্রভৃতি উৎসবের আগে অভাবী মানুষদের পাশে দাঁড়িয়ে প্রতি বছর নতুন বস্ত্র দান করা হয়। এছাড়া শীতকালে শীত বস্ত্র এবং বর্ষাকালে ছাতা, রেনকোট প্রদান করা হয় দরিদ্র মানুষজনকে।

রেশন প্রদান

অনেক সময় বহু মানুষ হটাত কাজ হারিয়ে বা অসুস্থ হয়ে নিরন্ন উপবাসে দিন কাটাতে বাধ্য হয়। তাদের খবর পেলে আমাদের সাধ্যমত তার বাড়িতে প্রয়োজনীয় রেশন পৌঁছে দেওয়া হয়।

স্বাস্থ্য শিবির

অনেক মানুষ অর্থের অভাবে বহু জটিল রোগের চিকিৎসা করতে পারেন না। তাদের সহয়তা প্রদানের জন্য প্রয়াসের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সাধ্যমত প্রয়োজনীয় ওষুধপত্রও কিনে দেওয়া হয়।

সেমিনার

বর্তমান দিনে মোবাইল আসক্তি বা অনন্য নানা ধরনের আচরণগত সমস্যা দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে। তাই নিয়ে বাবা মা উদ্বিগ্ন থাকেন সারাক্ষণ। বুঝতে পারেন না এর সমাধান কী। এই সমস্ত আচরণগত সমস্যা নিয়ে আলোচনা এবং তার পথ নির্দেশ করার জন্য বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে এসে সেমিনারের আয়োজন করা হয়। সম্পূর্ণ বিনামূল্যে সকল অভিভাবককে এই সেমিনারে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

সাংস্কৃতিক প্রতিযোগিতা

ছাত্র ছাত্রীদের বৌদ্ধিক বিকাশের জন্য পড়াশুনার পাশাপাশি তাদের সাংস্কৃতিক অনুস্থানে অংশগ্রহনের সুযোগ দেওয়া দরকার। তাদের এই চাহিদার কথা মাথায় রেখে প্রয়াসের উদ্যোগের বিভিন্ন সময়  সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। নাচ, গান, আবৃত্তি, বক্তৃতা, ক্যুইজ, ছবি আঁকা সহ বিভিন্ন বিষয় এই প্রতিযোগিতায় রাখা হয়।

বৃক্ষরোপণ

আমাদের পৃথিবীকে দূষণের হাত থেকে মুক্ত করতে গাছ লাগানোর কোন বিকল্প নেই।পরিবশকে দূষণের হাত থেকে মুক্ত করতে যেসমস্ত কার্যক্রম পরিচালিত হয় সেগুলি হল-  পরিবেশ দিবস, অরন্য সপ্তাহ পালন, প্লাস্টিক দূষণ রোধ, জল,মাটি,বায়ু দূষণ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা।


Post a Comment

0 Comments