EMERGENCY BLOOD & OXYGEN

EMERGENCY BLOOD & OXYGEN

EMERGENCY BLOOD & OXYGEN

টীম প্রবাহ

আপৎকালীন রুগীর প্রয়োজনে রক্তের জোগান দেওয়ার জন্য প্রয়াস এর উদ্যোগে গড়ে উঠেছে প্রবাহ। এই টিমের মাধ্যমে রুগীর রক্তের ব্যবস্থা করার সবরকম সহয়তা প্রদান করা হয়। জরুরী প্রয়োজনে রক্তদাতা সরাসরি রক্ত দান করেন।ব্লাড ব্যাঙ্ক থেকে যাতে রুগীর পরিবার রক্ত সংগ্রহ করতে পারেন তার জন্য দেওয়া হয় রক্তের ক্রেডিট কার্ড।  সারা বছরে বেশ কয়েকবার রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রবাহের মাধ্যমে। জেলা এবং জেলার বাইরে বিভিন্ন স্থানে এই সহায়তা প্রদান করা হয় সম্পূর্ণ বিনামূল্যে।আপনিও আমাদের এই প্রয়াসে সামিল হতে পারেন।

আপনি যেভাবে সাহায্য করতে পারেন:

1. ডোনার হিসাবে রক্তদান করে।

2. প্রয়োজনে ডোনার খুঁজে দিয়ে।

3. ডোনার পাওয়া গেলে তাকে হসপিটাল এ নিয়ে যাওয়া এবং সুরক্ষিতভাবে নিয়ে আসা।

রক্তের প্রয়োজনে যোগাযোগ করুন:-

9647186621/7407992788 এই নম্বরে। 

Whatsapp-প্রয়াস(অফিস): 8158925832

Email- proyaseducare.foundation@gmail.com

Website- www.proyas.in

অক্সিজেন সিলিন্ডার

ইমারজেন্সি প্রয়োজনে অনেক রুগীর বাড়িতে অক্সিজেনের প্রয়োজন হয়। ডাক্তার এর উপযুক্ত প্রেসক্রিপশন থাকলে প্রয়াস এর কাছ থেকে সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করতে পারেন। এই মুহূর্তে প্রয়াস এর অধীনে চারটি অক্সিজেন সিলিন্ডার আছে।

অক্সিজেন সিলিন্ডার নেওয়ার নিয়ম

ডাক্তারের প্রেসক্রিপশন প্রয়োজন। যিনি সংগ্রহ করছেন তার পরিচয় নিশ্চিত করার জন্য যেকোন একটি পরিচয় পত্রের জেরক্স।

এই গুরুত্বপূর্ণ প্রজেক্টটি চালিয়ে যেতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন- অক্সিজেন সিলিন্ডার কেনার জন্য অর্থ সাহায্য করতে পারেন। প্রয়োজনীয় ফ্লো মিটার কিনে দিতে পারেন। অক্সিজেন নেওয়ার মাস্ক কিনে দিতে পারেন। 

প্রয়াস এর বর্তমান কার্যক্রম

১। ভ্রাম্যমাণ পাঠশালা- স্কুলছুট দের নিয়ে বিভিন্ন এলাকায় পাঠশালা পরিচালনা।

২। প্রয়াস মেধা অনুসন্ধান- মেধাবী ছাত্রদের ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী করে গড়ে তোলা।

৩। প্রয়াস বুক ব্যাঙ্ক-  অভাবী ছাত্রদের জন্য বিভিন্ন পাঠ্যপুস্তক এবং প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী পুস্তক এর ভান্ডার।

৪। বৃত্তি প্রদান-  অভাবী ছাত্রদের পড়াশুনার সহযোগিতার জন্য নগদ আর্থিক সাহায্য প্রদান।

৫। প্রবাহ- রক্তের প্রয়োজন মেটানো।

৬। শ্বাস-মুমূর্ষু রোগীকে  অক্সিজেন সরবরাহ ।

৭। উদ্যান- পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানো এবং অন্যান্য কর্মসূচি পালন।

৮। নির্বাক- পশুদের বিশেষত পথ ককুরদের খাদ্য ও ঔষধ প্রদান।

৯। আশ্বাস- সংখ্যালঘু, আদিবাসী এবং বয়স্ক মানুষদের সহায়তা প্রদান।

১০। প্রচেষ্টা – বিভিন্ন সামাজিক কুসংস্কার এবং পথ নিরাপত্তা ও পরিবেশ এবং নারী সুরক্ষা বিষয়ে সচেতনতা।

১১। কৃষ্টি- সমাজের সকল স্তরের মানুষের সাংস্কৃতিক প্রতিভার বিকাশের সুযোগ করে দেওয়া।


Post a Comment

0 Comments