About Us

About Us

We the TEAM PROYAS work collectively

প্রয়াস এর বর্তমান কার্যক্রম

১। ভ্রাম্যমাণ পাঠশালা- স্কুলছুট দের নিয়ে বিভিন্ন এলাকায় পাঠশালা পরিচালনা।

২। প্রয়াস মেধা অনুসন্ধান- মেধাবী ছাত্রদের ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী করে গড়ে তোলা।

৩। প্রয়াস বুক ব্যাঙ্ক-  অভাবী ছাত্রদের জন্য বিভিন্ন পাঠ্যপুস্তক এবং প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী পুস্তক এর ভান্ডার।

৪। বৃত্তি প্রদান-  অভাবী ছাত্রদের পড়াশুনার সহযোগিতার জন্য নগদ আর্থিক সাহায্য প্রদান।

৫। প্রবাহ- রক্তের প্রয়োজন মেটানো।

৬। শ্বাস-মুমূর্ষু রোগীকে  অক্সিজেন সরবরাহ ।

৭। উদ্যান- পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানো এবং অন্যান্য কর্মসূচি পালন।

৮। নির্বাক- পশুদের বিশেষত পথ ককুরদের খাদ্য ও ঔষধ প্রদান।

৯। আশ্বাস- সংখ্যালঘু, আদিবাসী এবং বয়স্ক মানুষদের সহায়তা প্রদান।

১০। প্রচেষ্টা – বিভিন্ন সামাজিক কুসংস্কার এবং পথ নিরাপত্তা ও পরিবেশ এবং নারী সুরক্ষা বিষয়ে সচেতনতা।

১১। কৃষ্টি- সমাজের সকল স্তরের মানুষের সাংস্কৃতিক প্রতিভার বিকাশের সুযোগ করে দেওয়া।


প্রয়াস বুক ব্যাঙ্ক

প্রয়াস এর উদ্যোগে ২০১৬ সাল থেকে ধীরে ধীরে একটি বুক ব্যাঙ্ক গড়ে তোলা হয়েছে। যারা অর্থের অভাবে নিজের কোর্সের প্রয়োজনীয় বই (পাঠ্য ও সহায়ক বই) কিনতে পারেনা তাদের কথা ভেবেই এই বুকব্যঙ্কের ব্যবস্থা।

কীভাবে বই সংগ্রহ করা যাবে?

প্রয়াসের অফিসে গিয়ে নিজের ডিটেলস জানিয়ে একবছরের জন্য প্রয়োজনীয় সব বই সংগ্রহ করে নিতে পারবে। অফিসে আসার আগে নিজের স্কুলের স্যার/ ম্যাডাম বা প্রয়াসের কোন মেম্বার এর কাছ থেকে রেকমেন্ডেশন নিতে হবে যাতে বোঝা যায় যে বই সংগ্রহ করছে তার সত্যিই প্রয়োজন আছে।

বুকব্যাঙ্ক থেকে বই নিতে কি কোন টাকা লাগে?

 না, এখান থেকে বই সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়।

বইগুলো কি একেবারে দিয়ে দেওয়া হয় না ফেরত দিতে হয়?

প্রয়াসের বুকব্যাঙ্ক থেকে সংগৃহীত বই কোর্স শেষে ফেরত দিতে হয়। যাতে ওই বই গুলি অনন্য যাদের প্রয়োজন তারা পেতে পারে। বই ফেরত দিয়ে আবার পরের ক্লাসের প্রয়োজনীয় বই দিয়ে দেওয়া হয়।

বুকব্যাঙ্কের বই কোথা থেকে আসে?

অনেকে যাদের কোর্স শেষ হয়ে যাচ্ছে তারা নিজেদের কেনা বই বুকব্যাঙ্কে দান করে। অনেকে নতুন বই কিনে দেন। অনেকে বই কেনার জন্য অর্থ প্রয়াসের একাউন্টে পাঠিয়ে দেন।

 

অক্সিজেন সিলিন্ডার

ইমারজেন্সি প্রয়োজনে অনেক রুগীর বাড়িতে অক্সিজেনের প্রয়োজন হয়। ডাক্তার এর উপযুক্ত প্রেসক্রিপশন থাকলে প্রয়াস এর কাছ থেকে সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করতে পারেন। এই মুহূর্তে প্রয়াস এর অধীনে চারটি অক্সিজেন সিলিন্ডার আছে।

অক্সিজেন সিলিন্ডার নেওয়ার নিয়ম

ডাক্তারের প্রেসক্রিপশন প্রয়োজন। যিনি সংগ্রহ করছেন তার পরিচয় নিশ্চিত করার জন্য যেকোন একটি পরিচয় পত্রের জেরক্স।

এই গুরুত্বপূর্ণ প্রজেক্টটি চালিয়ে যেতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন- অক্সিজেন সিলিন্ডার কেনার জন্য অর্থ সাহায্য করতে পারেন। প্রয়োজনীয় ফ্লো মিটার কিনে দিতে পারেন। অক্সিজেন নেওয়ার মাস্ক কিনে দিতে পারেন।

 

রক্তের প্রয়োজনে

প্রয়াসের উদ্যোগে রক্তের প্রয়োজনে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। ডোনার খুঁজে দেওয়া হয়, রক্তের ক্রেডিট কার্ড সরবরাহ করা হয়। এর জন্য গ্রহিতা বা তার পরিবারের কাছ থেকে কোন অর্থ নেওয়া হয়না।

এই মহৎ কাজটি চালু রাখতে আপনি যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন-

বছরের বিভিন্ন সময় প্রয়াসের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে রক্ত দান করতে পারেন। রুগিকে সরাসরি রক্ত দানে ইচ্ছুক হলে আপনার রক্তের গ্রুপ সহ আপনার পরিচয় ও যোগাযোগ নম্বর সহ আমাদের  ইমারজেন্সি রক্তদাতা গ্রুপে নাম নথিভুক্ত করতে পারেন।






ক্যান্সার আক্রান্ত রুগীর জন্য চুল দান

 একজন ক্যান্সার রুগীর কেমো নেওয়ার পর তার শারিরীক যন্ত্রণার সাথে শুরু হয় মানসিক চাপ। আয়নার সামনে দাঁড়ানোর মনকষ্ট। সেই কষ্ট থেকে কিছুটা মুক্তি দিতে প্রয়াসের মাধ্যমে দান করতে পারেন আপনার চুল। ইচ্ছুক হলে যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের টীম আপনাকে বিস্তারিত জানাবে।







অভাবী মেধাবীদের জন্য স্কলারশিপ

অর্থের অভাবে কোন মেধা যাতে শেষ না হয়ে যায় সেজন্য মেধাবী অথচ অর্থের অভাবে পড়াশুনা করতে পারছেনা এমন ছাত্র ছাত্রীদের বছরের বিভিন্ন সময় সাধ্যমত স্কলারশিপ প্রদান করা হয়। বহু মানুষ তাদের প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে প্রয়াসের মাধ্যমে এই স্কলারশিপ প্রদান করে থাকেন। আপনার আশেপাশে এমন যদি কেউ থাকে যে সত্যিই মেধাবী অথচ অর্থের অভাবে ঠিকমত পড়াশুনা করতে পারছে না তাহলে আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারেন।

মূলত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের ছাত্র ছাত্রীদের জন্যই এই স্কলারশিপ গুলি সীমাবদ্ধ।

আপনিও চাইলে আপনার কোন প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে কোন একটি স্কলারশিপ দিতে পারেন।ইচ্ছুক হলে আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারেন। স্কলারশিপের পরিমান সর্বনিম্ন জন প্রতি ২হাজার টাকা প্রতি বছর।

বস্ত্র প্রদান

দুর্গাপুজা , ঈদ প্রভৃতি উৎসবের আগে অভাবী মানুষদের পাশে দাঁড়িয়ে প্রতি বছর নতুন বস্ত্র দান করা হয়। এছাড়া শীতকালে শীত বস্ত্র এবং বর্ষাকালে ছাতা, রেনকোট প্রদান করা হয় দরিদ্র মানুষজনকে।

রেশন প্রদান

অনেক সময় বহু মানুষ হটাত কাজ হারিয়ে বা অসুস্থ হয়ে নিরন্ন উপবাসে দিন কাটাতে বাধ্য হয়। তাদের খবর পেলে আমাদের সাধ্যমত তার বাড়িতে প্রয়োজনীয় রেশন পৌঁছে দেওয়া হয়।


স্বাস্থ্য শিবির

অনেক মানুষ অর্থের অভাবে বহু জটিল রোগের চিকিৎসা করতে পারেন না। তাদের সহয়তা প্রদানের জন্য প্রয়াসের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সাধ্যমত প্রয়োজনীয় ওষুধপত্রও কিনে দেওয়া হয়।

সেমিনার

বর্তমান দিনে মোবাইল আসক্তি বা অনন্য নানা ধরনের আচরণগত সমস্যা দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে। তাই নিয়ে বাবা মা উদ্বিগ্ন থাকেন সারাক্ষণ। বুঝতে পারেন না এর সমাধান কী। এই সমস্ত আচরণগত সমস্যা নিয়ে আলোচনা এবং তার পথ নির্দেশ করার জন্য বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে এসে সেমিনারের আয়োজন করা হয়। সম্পূর্ণ বিনামূল্যে সকল অভিভাবককে এই সেমিনারে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

সাংস্কৃতিক প্রতিযোগিতা

ছাত্র ছাত্রীদের বৌদ্ধিক বিকাশের জন্য পড়াশুনার পাশাপাশি তাদের সাংস্কৃতিক অনুস্থানে অংশগ্রহনের সুযোগ দেওয়া দরকার। তাদের এই চাহিদার কথা মাথায় রেখে প্রয়াসের উদ্যোগের বিভিন্ন সময়  সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। নাচ, গান, আবৃত্তি, বক্তৃতা, ক্যুইজ, ছবি আঁকা সহ বিভিন্ন বিষয় এই প্রতিযোগিতায় রাখা হয়।

বৃক্ষরোপণ

আমাদের পৃথিবীকে দূষণের হাত থেকে মুক্ত করতে গাছ লাগানোর কোন বিকল্প নেই।পরিবশকে দূষণের হাত থেকে মুক্ত করতে যেসমস্ত কার্যক্রম পরিচালিত হয় সেগুলি হল-  পরিবেশ দিবস, অরন্য সপ্তাহ পালন, প্লাস্টিক দূষণ রোধ, জল,মাটি,বায়ু দূষণ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা।







প্রাণী কল্যান

যাদের কথা বলার ক্ষমতা নেই অর্থাৎ যাদের ভাষা মানুষ বুঝতে পারেনা সেই সমস্ত অবলা প্রাণীদের জন্য প্রয়াস তার সাধ্যমত সেবা করার চেষ্টা করে। তাদের খাবার সরবরাহ, ওষুধ দেওয়া, এক্সিডেন্ট বা কোন রোগে আক্রান্ত হলে বিশেষ চিকিৎসার বন্দবস্ত করা এই সমস্ত কাজ গুলি যত্নের সাথে আন্তরিকভাবে সাধ্যমত করার চেষ্টা করা হয়। 

এছাড়া বয়স্ক ব্যক্তিদের সহায়তা প্রদান, নারী ক্ষমতায়ন, আদিবাসী, সংখ্যালঘুদের সহায়তা ও সুরক্ষা প্রদান, গ্রামীণ মানুষদের মানোন্নয়ন প্রভৃতি বিষয়ে প্রয়াস সাধ্যমত কাজ করে থাকে।

আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। সরাসরি যুক্ত হতে পারেন আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীতে। সদস্য হওয়ার একটিই যোগ্যতার মানব কল্যানে নিজেকে নিয়োজিত করার অদম্য ইচ্ছাশক্তি।

 

প্রথাগত শিক্ষার বাইরে ভবিষ্যতে প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী করে গড়ে তুলতে প্রয়াসের অনন্য উদ্যোগ-

প্রয়াস মেধা অনুসন্ধান পরীক্ষা

 

২০১৬ সাল থেকে এই পরীক্ষার সূচনা। বিশেষ কয়েকটি উদ্দেশ্য নিয়ে এই পরীক্ষার সূচনা হয়েছিল।

১। মাধ্যমিকের আগে ছাত্রদের বাইরে সেন্টারে গিয়ে পরীক্ষার দেওয়ার অভিজ্ঞতা থাকেনা।এর ফলে মাধ্যমিক পরীক্ষার সময় বাইরের সেন্টারে পরীক্ষার দিতে গিয়ে অনেকে নার্ভাস হয়ে যায়। প্রতি বছর নিজের স্কুলের বাইরে পরীক্ষার দিতে গেলে পরীক্ষার্থীর মধ্যে যে কনফিডেন্স তৈরি হয় তা ভবিষ্যতে কাজে লাগে।

২। বর্তমান সময়ে বেশীরভাগ পরীক্ষার বিশেষ করে প্রতিযোগিতা মূলক পরীক্ষা গুলি মাল্টিপল চয়েস প্রশ্নের ধাঁচে হয়ে থাকে। এই প্রশ্ন পত্রের আবার আলাদা উত্তর পত্র থাকে যা OMR Sheet  নামে পরিচিত। বিদ্যালয়ের প্রথাগত পরীক্ষায় শিক্ষার্থীর এই OMR Sheet  এর সাথে কোন পরিচিতি থাকেনা। প্রয়াস মেধা অনুসন্ধান পরীক্ষার শিক্ষার্থীদের সেই ঘাটতি পূরণ করে।

৩। বর্তমান সময় প্রতিযোগিতার যুগ। যেকোন ভাল প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে অথবা চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে যে ধরনের প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় সেই প্রস্তুতি বিদ্যালয়ের প্রথাগত শিক্ষায় সম্পূর্ণ হয়না। এজন্যই ডিগ্রি অর্জনের শেষে শিক্ষার্থীকে বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়ে এই প্রতিযোগিতামূলক পরীক্ষার গুলির জন্য প্রস্তুতি নিতে হয়। ছোট থেকে মেধা অনুসন্ধান পরীক্ষায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীদের এই ঘাটতি পূরণ হয়।

৪। মেধা অনুসন্ধান পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী তার স্কুলের বাইরে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছত্রীদের সাথে প্রতিযোগিতায় নিজের অবস্থান জানার সুযোগ পায়। এতে তার শিক্ষার প্রতি উৎসাহ এবং জ্ঞানার্জনের আগ্রহ বৃদ্ধি পায়।

৫। সামান্যতম পুরস্কারও একটি মানুষের জীবন বদলে দিতে পারে।এই প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশগ্রহণ করার এটাও একটি বড় কারণ। 

MEMARI PROYAS EDUCARE FOUNDATION

ESTD-2016

Registration Details-

*Reg No- S/2L/56318 of 2016-17 (Registered under West Bengal Societies act XXVI of 1961)

*NITI Aayog UNIQUE ID- WB/2020/0257464

*12A Reg No- AAEAM8629CE2020601 (From AY 2021-22 to AY 2023-24)

80G Reg No-  AAEAM8629CF20206 (From AY 2021-22 to AY 2023-24)

*CSR Reg No-  CSR00027180 date-05/04/2022

OFFICE ADDRESS-

MEMARI ADHIKARI PARA, P.O- MEMARI, DIST- PURBA BARDHAMAN, PIN-713146

CONTACT-

Call & Whatsapp-8158925832

Email- proyaseducare.foundation@gmail.com

Social Media Link-

Facebook Page- https://www.facebook.com/TEAMPROYAS

Website- www.proyas.in

Pan Card- AAEAM8629C

Bank Account Details-

*1 Acc. Name- MEMARI PROYAS EDUCARE FOUNDATION

Acc No-3551803689

IFSC- CBIN0283421

Bank Name- CENTRAL BANK OF INDIA

Branch- MEMARI

 

*2 Acc. Name- MEMARI PROYAS EDUCARE FOUNDATION

Acc No- 921010037382057

IFSC- UTIB0000445

Bank Name- AXIS BANK LTD.

Branch- MEMARI

UPI ID- mab.037133004450122@axisbank





Post a Comment

0 Comments