আপনি কি কখনও অনুভব করেছেন যে জীবনের চাপ, দুশ্চিন্তা আর মানসিক ক্লান্তি আপনাকে ভিতর থেকে গ্রাস করছে? আপনি একা নন।
এই জীবনের দৌড়ে মানসিক সুস্থতা যতটা জরুরি, ততটাই উপেক্ষিত।
"প্রয়াস" -এর উদ্যোগে আসছে এক বিশেষ সেমিনার –
"মন ও মানসিক স্বাস্থ্য: সচেতনতা ও সমাধান"
তারিখ: ২৫ মে, রবিবার
সময়: সকাল ১০টা – দুপুর ১টা
স্থান:মেমারি ইউনিট ওয়ান স্কুল(সেমিনার হল)
বিশেষজ্ঞদের টিম থাকছেন কলকাতার "মনোজ্ঞ" সংস্থার পক্ষ থেকে –
তাঁরা আপনাকে পথ দেখাবেন কিভাবে আত্মবিশ্বাস, ইতিবাচকতা এবং মানসিক স্থিতি ধরে রাখা যায়।
এই সেমিনারটিতে অংশগ্রহণ এর জন্য কোন ফিজ নেওয়া হচ্ছেনা।সম্পূর্ণ ফ্রিতে সকলেই আসতে পারবেন।বন্ধু, পরিবার, সহকর্মী – সবাইকে সাথে নিয়ে আসুন।
নিজেকে এবং আপনার প্রিয়জনদের মানসিক স্বাস্থ্যের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যান।
0 Comments
Thank You For Contacting with us