প্রয়াস স্টেট লেভেল ট্যালেন্ট সার্চ 2024 পুরস্কার ও স্কলারশিপ প্রদান অনুষ্ঠান
30 March, Kolkata: আজ কলকাতার কলেজ স্ট্রিটের নিকট মহাবোধি সোসাইটি সেমিনার হলে অনুষ্ঠিত হলো প্রয়াস স্টেট লেভেল ট্যালেন্ট সার্চ 2024-এর রাজ্য স্তরের পুরস্কার ও স্কলারশিপ প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
✨ বিশিষ্ট গণিতবিদ অধ্যাপক প্রণবেশ জানা
✨ কবি শঙ্খ ঘোষ-এর সুযোগ্য ভ্রাতা অধ্যাপক অভ্র ঘোষ
✨ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, লেখক ও অধ্যাপক ড. শঙ্কর ঘোষ
✨ বিভিন্ন জেলার সম্মানীয় শিক্ষাবিদ ও গুণী ব্যক্তিত্ববৃন্দ
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ৩০ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে এককালীন স্কলারশিপ প্রদান করা হয় এবং তাদের অসাধারণ সাফল্যের জন্য সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে শুধু ছাত্র-ছাত্রী নয়, তাদের অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত ছিলেন, যা মুহূর্তগুলোকে আরও অনুপ্রেরণামূলক করে তুলেছিল।
এই ধরনের উদ্যোগ আগামী প্রজন্মের প্রতিভাকে আরও উজ্জ্বল করে তুলবে!
The initiative aims to nurture young talent and encourage academic excellence among students. The presence of renowned scholars and educators added to the inspiration for the young achievers.
The event concluded on a high note, with students and their families expressing gratitude for such a remarkable platform to recognize and support academic brilliance.
Prof. Pranabesh Jana, the Chief Guest, graced the occasion with his inspiring address, encouraging students to pursue knowledge with dedication. He emphasized the importance of such talent search programs in shaping the future of young minds and fostering a culture of excellence.
Among the awardees, Srotoswi Ghosh stood out for his exceptional performance, receiving the top honor in her class. Expressing gratitude, She said, "This recognition has motivated me to keep striving for excellence. I am thankful to Proyas for this incredible opportunity."
The event also featured speeches from renowned academicians, followed by a cultural program presented by the Avinandan Jana. The ceremony concluded with a vote of thanks from the organizing committee, marking another successful chapter in Proyas' mission to nurture young talent.
0 Comments
Thank You For Contacting with us