proyas state level talent search exam 2024

proyas state level talent search exam 2024

 proyas state level talent search exam 2024

প্রয়াস

স্টেট লেভেল মেধা অনুসন্ধান পরীক্ষা ২০২৪

 

বিদ্যালয়ের প্রথাগত শিক্ষার বাইরে শিক্ষার্থীকে ভবিষ্যতের প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী করে গড়ে তোলার প্রয়াস।

 

এই পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে MCQ Type Question, OMR Answer sheet এর সাথে পরিচয় ঘটে, বাইরের সেন্টারে গিয়ে পরীক্ষা দেওয়ার ভীতি দূর হয় রাজ্য জাতীয় স্তরে গৃহীত বিভিন্ন বৃত্তি মুলক পরীক্ষায় সাফল্য অর্জনের পথে শিক্ষার্থী অনেকটাই এগিয়ে থাকে

পরীক্ষার সম্ভাব্য তারিখ- ২২/০৯/২০২৪  পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারবে- প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত সরকারি ও বেসরকারি বাংলা মাধ্যমের প্রত্যেক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে। সিলেবাস ও প্রশ্নের ধরণ- প্রত্যেক শ্রেণীর মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে (অঙ্ক, বিজ্ঞান,বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, সাধারন জ্ঞান ও মানসিক পারদর্শিতা থেকে প্রশ্ন হবে)। প্রত্যেক প্রশ্নের চারটি বিকল্প উত্তর দেওয়া থাকবে সঠিকটি চিহ্নিত করতে হবে। প্রতিটি প্রশ্ন হবে MCQ Type প্রত্যেকে প্রশ্নের মান- ১  কোন নেগেটিভ মার্কিং নেই। প্রশ্ন হবে নিজ শ্রেণীর পাঠ্য সূচি অনুযায়ী, তবে পাঠ্য সূচির বাইরে ও কিছু প্রশ্ন থাকতে পারে।                  উত্তর পত্রের ধরণ- OMR Sheet এ উত্তর করতে হবে।

ছাত্রছাত্রীরা অনলাইনের মাধ্যমে আমাদের ওয়েবসাইট থেকে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে নিজেদের Admit Card, Result, Syllabus, Sample Question Paper, Sample OMR ইত্যাদি প্রয়োজনমত দেখতে ও ডাউনলোড করে নিতে পারবে।

পরীক্ষার ধরণ, শ্রেণি সিলেবাস এবং সিলাবাস বহির্ভূত প্রশ্নোত্তর নিয়ে পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রতিটি শ্রেণির জন্য পৃথক পৃথক গাইড বুক পাওয়া যাবে

প্রয়াস মেধা গাইডবুক প্রথম থেকে দশম শ্রেণির জন্য

যোগাযোগ

City Office- 67 Gurudas Dutta Garden Lane Kol- 700067 * Mob- 8158925832

Website- www.proyas.in/  www.proyastalentsearch.org

Email- proyaseducare.foundation@gmail.com Whatsapp – 8158925832 * Telegram - 8158925832

Follow our Facebook page - www.facebook.com/TEAM PROYAS

আয়োজক- প্রয়াস এডুকেয়ার ফাউন্ডেশন ( পশ্চিম বঙ্গ এবং ভারত সরকার স্বীকৃত একটি অলাভজনক সংস্থা)

 




Post a Comment

2 Comments

Thank You For Contacting with us