প্রয়াস মেধা অনুসন্ধান পরীক্ষা
২০১৬ সাল থেকে এই পরীক্ষার(PROYAS TALENT SEARCH EXAM) সূচনা। বিশেষ কয়েকটি উদ্দেশ্য নিয়ে এই পরীক্ষার(PTSE) সূচনা
হয়েছিল।
১। মাধ্যমিকের আগে ছাত্রদের
বাইরে সেন্টারে গিয়ে পরীক্ষার দেওয়ার অভিজ্ঞতা থাকেনা।এর ফলে মাধ্যমিক পরীক্ষার সময়
বাইরের সেন্টারে পরীক্ষার দিতে গিয়ে অনেকে নার্ভাস হয়ে যায়। প্রতি বছর নিজের স্কুলের
বাইরে পরীক্ষার দিতে গেলে পরীক্ষার্থীর মধ্যে যে কনফিডেন্স তৈরি হয় তা ভবিষ্যতে কাজে
লাগে।
২। বর্তমান সময়ে বেশীরভাগ পরীক্ষার
বিশেষ করে প্রতিযোগিতা মূলক পরীক্ষা গুলি মাল্টিপল চয়েস প্রশ্নের ধাঁচে হয়ে থাকে। এই
প্রশ্ন পত্রের আবার আলাদা উত্তর পত্র থাকে যা OMR Sheet নামে পরিচিত। বিদ্যালয়ের প্রথাগত পরীক্ষায় শিক্ষার্থীর
এই OMR Sheet এর সাথে কোন পরিচিতি থাকেনা।
প্রয়াস মেধা অনুসন্ধান পরীক্ষার শিক্ষার্থীদের সেই ঘাটতি পূরণ করে।
৩। বর্তমান সময় প্রতিযোগিতার
যুগ। যেকোন ভাল প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে অথবা চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে
যে ধরনের প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় সেই প্রস্তুতি বিদ্যালয়ের প্রথাগত শিক্ষায় সম্পূর্ণ
হয়না। এজন্যই ডিগ্রি অর্জনের শেষে শিক্ষার্থীকে বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়ে এই
প্রতিযোগিতামূলক পরীক্ষার গুলির জন্য প্রস্তুতি নিতে হয়। ছোট থেকে মেধা অনুসন্ধান পরীক্ষায়
অংশগ্রহণ করলে শিক্ষার্থীদের এই ঘাটতি পূরণ হয়।
সর্বোপরি শিক্ষার্থীকে বিজ্ঞান
,গনিতের বিষয়ে আগ্রহ সৃষ্টিতে এই মেধা অনুসন্ধান পরীক্ষার যথেষ্ট কার্যকর।
0 Comments
Thank You For Contacting with us