প্রয়াস এর মাধ্যমে ক্যানসার আক্রান্ত মানুষদের জন্য চুল দান করে অনন্য নজীর
প্রয়াস এর মাধ্যমে ক্যানসার আক্রান্ত মানুষদের জন্য চুল দান(hair donation) করে অনন্য নজীর গড়ছেন সাহসী নারীরা। টিম প্রয়াস এর মাধ্যমে নিজের প্রিয় চুল দান করে ক্যানসার আক্রান্ত মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলার অনন্য নজীর গড়ছেন যারা সেই রাজকন্যা দের প্রতি সমাজ কৃতজ্ঞ থাকবে।
মানুষের সৌন্দর্য্য চুলে। ক্যান্সার আক্রান্ত মানুষদের সমস্ত চুল ঝরে যায় ওষুধের প্রভাবে।সমস্ত পথ যেখানে বন্ধ হয়ে যায়, মানুষ তখন আশা রাখে কোনো এক চমৎকারের। কষ্টের মধ্যেও ভালোদিনের আশায় কাটে দিন। ক্যান্সার পেশেন্টরাও ঠিক তেমনই। প্রয়োজন পড়ে শুধু ভালোবাসার আর মোটিভেশনের। কোনো চমৎকার হয়ে যেন জীবন বদলে যাক, তার অপেক্ষায় দিন গোনে। চুলেই মানুষের সৌন্দর্য্য। আর সেটাও যদি হারিয়ে ফেলে তখন আর অবকাশ থাকেনা দুশ্চিন্তার। সেই সব পেশেন্ট দের জন্য উইগ তৈরি করা হয়। অনেকে চুলদান করে থাকেন তাদের জন্য।
চুল নারীর অহংকার, তার সৌন্দর্য্য। আর যত্ন করে বড় করা চুলকে সে প্রানের থেকেও বেশি ভালোবাসে। তাই তাকে দিতে হলে বড় কিছুর জন্য দেওয়া যেতে পারে। এটি দেওয়ার জন্যও একটা বড় মন ও অদম্য সাহসের প্রয়োজন হয়। যত্নে বেড়ে ওঠা এই চুলই যত্ন ও ভালোবাসায় আঁকড়ে ধরবে ক্যান্সার পেশেন্টদের হৃদয়।অতি সামান্য একটা জিনিস, অথচ অতি মূল্যবান। এটি আশা দেখায় তাদের নতুন জীবন ফিরে পাওয়ার। এটি চেনায় তাদের, তারা আসলে কেমন দেখতে। তারা আশা রাখে, তারা আবার এভাবেই ফিরে আসবে। ইচ্ছা যখন দৃঢ়, তখন আর আটকানোর ক্ষমতা কার আছে। মানুষের মনোবলই মানুষের সব থেকে বড় অস্ত্র যা তাকে কঠিন পরিস্থিতিগুলির সাথে মোকাবিলা করতে উৎসাহ জোগায়। এই সামান্য চুল অতিমূল্যবান তাদের কাছে।
আমাদের মেয়েরা এভাবেই বেড়ে উঠুক, সমাজের জন্য ভাবতে ভাবতে, মানুষের জন্য বাঁচতে বাঁচতে। ক্যানসার আক্রান্ত মানুষদের জন্য চুল দান করা মানে এক নতুন দিশা দেখানো। বেঁচে থাকার আশা তৈরি করা। মানুষ বেঁচে থাকার কারণ খোঁজে প্রতিমুহূর্ত। এটা তাদের জন্য ভালোবাসার উপহার।
একজন ক্যান্সার পেশেন্ট এর মুখের হাসি ফোটাতে আপনিও এগিয়ে আসতে পারেন। এগিয়ে আসুন তাদের সাহায্যে।
হেয়ার ডোনেট (hair donation) করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন:-
📞8158925832 (Proyas)
Email- proyaseducare.foundation@gmail.com
Website- www.proyas.in
প্রয়াসের সামাজিক কাজে উৎসাহ যোগাতে বাড়িয়ে দিতে পারেন সাহায্যের হাত
0 Comments
Thank You For Contacting with us