কলকাতায় থাকে ছোট্ট অনুস্মিতা। এই বছর তার পাঁচ বছরের জন্মদিনের আনন্দ সে প্রয়াসের মাধ্যমে সেই সকল বন্ধুদের সাথে ভাগ করে নিতে চেয়েছিল যারা বঞ্চিত থাকে অনেক আনন্দ থেকে।
কলকাতা থেকে তাদের জন্য সে পেন,খাতা,পেন্সিল বক্স এই সমস্ত জিনিস উপহার পাঠিয়ে দেয়।
তার এই ক্ষুদে মনের আকাশ সমান ভাবনা অবাক করে দেয় আমাদের। অনুস্মিতা আরো বড় হোক, ভালো মানুষ হয়ে উঠুক, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াক, তার সমস্ত ইচ্ছা যেন সে পূরণ করতে পারে এই কামনা করি। অনুস্মিতাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও অনেক ভালো ভালোবাসা।
PROYAS
PROYAS EDUCARE FOUNDATION
যোগাযোগ- 8158925832
0 Comments
Thank You For Contacting with us