প্রয়াস বুক ব্যাঙ্ক অভাবী মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য একটি মানবিক উদ্যোগ

প্রয়াস বুক ব্যাঙ্ক অভাবী মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য একটি মানবিক উদ্যোগ

 

প্রয়াস বুক ব্যাঙ্ক

অভাবী মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য একটি মানবিক উদ্যোগ।


 

নিয়মাবলী-

১। প্রয়াস বুক ব্যাঙ্ক থেকে শুধুমাত্র অভাবী মেধাবী ছাত্র ছাত্রী দেরই পাঠ্য পুস্তক দেওয়া হয় একটি নির্দিষ্ট সময়ের জন্য।

২। বই নেওয়ার সময় বাড়ির আর্থিক অবস্থা এবং নিজের পড়াশুনার আগ্রহ বিষয়ে একটি ফর্ম জমা করতে হয়।

৩। নির্দিষ্ট কোর্সটি শেষ হয়ে গেলে বইগুলি প্রয়াস বুক ব্যাঙ্ক এ জমা দিতে হবে।

৪। যে কোর্স শেষ হয়ে গেছে সেই পুরনো বই জমা দিলে নতুন ক্লাসের বই দেওয়া হয়।

৫।কোর্স শেষ হয়ে গেলে সঠিক সময়ে বই জমা দেওয়ার জন্য কাউকে ফোন করা হয়না। তোমার মতো অন্যরাও যাতে এই সুযোগ পায় তার জন্য তোমার দায়বদ্ধতার উপর বিশ্বাস রাখা হয়।

 

যোগাযোগ- 8158925832 (call& whatsapp) email- proyaseducare.foundation@gmail.com



Post a Comment

0 Comments