ঘোরামারা দ্বীপে ত্রান পৌঁছে দেওয়ার পর টিম প্রয়াস এর আবেদন

ঘোরামারা দ্বীপে ত্রান পৌঁছে দেওয়ার পর টিম প্রয়াস এর আবেদন

 

প্রয়াস

উত্তাল সমুদ্র, মাঝে একটা ছোট্ট দ্বীপ। জোয়ার এলেই ডুবে যাওয়ার ভয়, ঝড় বৃষ্টিতে রক্ষে নেই। প্রাণের মায়া বেঁধে আঁকড়ে ধরে আছে বিখরে যাওয়া দ্বীপ। গুছিয়ে যতই বাঁধুক চুল, এলোমেলো করে দেয় দমকা হাওয়া। আবার শুরু হয় দ্বীপ গোছানোর উৎসব। ত্রিপল খাটিয়ে প্রাণ বাঁচার আনন্দ আর ধ্বংস হয়ে যাওয়ার দুঃখ। জলে যখন থইথই পুরো দ্বীপ, ছোট্ট স্কুলের ছাদে আশ্রয় নিয়েছে গ্রাম বাসী। অনেকে নিজের ঘর আঁকড়ে ধরে প্রাণ নিয়ে বসে আছে। নৌকা ছেড়ে আসতে নারাজ মাঝি, প্রাণের থেকেও বেশি ভালোবাসে যে। টুকরো টুকরো হয়ে ধার থেকে ভেঙে পড়ছে দ্বীপ, ইট গুলো খুলে পড়ছে বাড়ির, ঘরময় জল, ডুবে গেছে জলের তলায়, দ্বীপে-সমুদ্রে মিশে একাকার, যেন ভয়ঙ্করী, প্রাণ কাড়তে এসেছে অসহায় গ্রাম বাসীর। তবু তারা আঁকড়ে ধরে আছে ভিটে মাটি। কোনো মতেই ছাড়বে না। ছাড়বেই বা কেন? যে মাটিতে জন্ম, যে মাটি করেছে বড়, যে মাটির গন্ধ শরীরময়, যে মাটির সাথে জড়িত নিজের তিন জীবনের স্মৃতি, যে মাটি মা বলতে শিখিয়েছে, এতই সহজ তাকে ছেড়ে যাওয়া? তারাও ছাড়েনি। এ মাটি ত্যাগের পরিবর্তে প্রাণ দিতেও রাজি।

আমাদের নজর কলকাতা ছাড়া অন্য কোনো শহরে যায়-ই না। কলকাতা-ই পশ্চিমবঙ্গ। বাঁকুড়া, পুরুলিয়া,বীরভূমের মাটিতে প্রাণের খোঁজে গেছো? তোমাদের মতে শুধু কলকাতাতেই প্রাণ আছে। তাই তার ক্ষতি হলে স্ট্যান্ড করতেই হবে। ঘুরে দেখো পশ্চিমবঙ্গ, এই লাল মাটির, জলের উপর অস্তিত্ব রাখা মানুষরাও আমাদের সাথেই থাকে। তাহলে তাদের বিপদে এত বেশি হইচই হয় না কেন? ইয়াস ঝড়ে দ্বীপগুলো নাজেহাল।

ঘোরামারা দ্বীপে ত্রান পৌঁছে দেওয়ার পর টিম প্রয়াস বুঝতে পেরেছিল এটা ওদের জন্য অনেক কম। ওদের সাহায্য প্রয়োজন অনেক। আগামী সপ্তাহেই আবার পৌঁছে যাবে টিম। সবাই এগিয়ে আসুন এদের সাহায্যে। একই জায়গায় থেকে এই মানুষগুলো অবহেলিত হবে কেন? সাহায্যের অনুরোধ জানায় টিম প্রয়াস। জামা-কাপড়, খাদ্যসামগ্রী, ওষুধপত্র, যেটা খুশি দিয়ে সাহায্য করুন। টিম প্রয়াস পৌঁছে দেবে এদের কাছে।


Post a Comment

0 Comments