প্রয়াস এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান- ২০১৯

প্রয়াস এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান- ২০১৯

সামাজিক সংস্কার এবং শিক্ষার ব্যপক প্রসারের লক্ষ্যে গড়ে ওঠা “প্রয়াস” সারা বছর ড্রপ আউট এবং অভাবী মেধাবীদের সহযোগিতার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এরকমই একটি প্রতিযোগিতা মূলক পরীক্ষার নাম “প্রয়াস মেধা অনুসন্ধান পরীক্ষা” । বিদ্যালয়ের প্রথাগত শিক্ষার বাইরে ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী করে ছাত্র ছাত্রীদের গড়ে তোলার জন্য প্রধানত সাধারণ বিজ্ঞান ও গণিত বিষয়ের উপর ভিত্তি করে এই পরীক্ষার আয়োজন করা হয়। এই পরীক্ষার মাধ্যমে ছাত্র ছাত্রীরা MCQ টাইপ প্রশ্ন, OMR শিটে উত্তর  প্রদান এবং বাইরের সেন্টারে গিয়ে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা অর্জন করে। পরীক্ষা গৃহীত হয় সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার। তার একমাসের মধ্যে ফল প্রকাশিত হয় এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে একটি অনুষ্ঠানের মাধ্যমে কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কৃত ও সম্বর্ধিত করা হয়। এবছর পরীক্ষা গৃহীত হয়েছিল ২৯ সেপ্টেম্বর। ফল প্রকাশিত হয়েছে ২৯ অক্টোবর। অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীর সংখ্যা ৯৯৭০ জন। ৩৫০ জনকে আজকের অনুষ্ঠানে পুরস্কৃত ও সম্বর্ধিত করা হল।

টীম প্রয়াস এর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা

মেধাদীপ্ত সম্মান প্রাপক

মেধাদীপ্ত সম্মান প্রাপক

৭০% বা তার বেশী নম্বর প্রাপক


আনন্দ মার্গ স্কুল





জ্ঞান ভারতী স্কুল


রাধাকান্তপুর স্কুল


বৈদ্যডাঙ্গা গার্লস স্কুল

হাইমাদ্রাসা স্কুলের কৃতীরা

ইউনিট- টু স্কুলের কৃতীরা

ইউনিট- ওয়ান স্কুলের কৃতি
 

Post a Comment

1 Comments

  1. Hi where is Rasiklal Smriti Balika Vidyalaya's photos

    ReplyDelete

Thank You For Contacting with us