প্রতি বারের মত এবছরও ৩১ ডিসেম্বর মধ্যরাত্রে প্লাটফর্ম বা ফুটপাথে রাতকাটানো মানুষ জনের কাছে এই তীব্র শীতে একটু উষ্ণতার পরশ নিয়ে হাজির হবে টিম প্রয়াস। ডি জে বাজিয়ে উদ্দাম পার্টির আনন্দ উপভোগ নয়। আগামি নতুন বছর এইসব অসহায় মানুষদের সুদিন ফিরুক। তারা বাস করার জন্য ঘর পাক। জীবনের বাকি সময়টুকু আনন্দে কাটুক। ওরা বেঁচে থাকুক এই আশা নিয়ে প্রয়াস এর বর্ষবরণ অনুষ্ঠান গত চার বছর ধরে হয়ে আসছে।
আপনিও সামিল হতে পারেন মধ্যরাত্রে টীম প্রয়াস এর অভিযানে।
মনে রাখবেন ৩১ ডিসেম্বর, ২০১৯ রাত্রি ১১ টা থেকে ১২ টা ৩০
0 Comments
Thank You For Contacting with us